আপডেট :
২৫ ডিসেম্বর ২০২৫, ৫:০৯:১০
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এই গণতন্ত্র উত্তরণে সবচেয়ে কঠিন পথ আমরা পাড়ি দিয়েছি তার নেতৃত্বে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে (তারেক রহমান) স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আমাদের গণতন্ত্রের লড়াইকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন।
অবশেষে চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
তারেক রহমান ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনের প্রতিষ্ঠা করতে পারি ও আমাদের তারেক রহমানের ৩১ দফাকে বাস্তবায়ন করতে পারি।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে কন্যা ও স্ত্রীসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
বেলা ১১টা ৪০ মিনিটে স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।