চরম প্রতীকী প্রতিবাদে উত্তাল এনবিআর চত্বর দুর্নীতি ও নিপীড়ন
রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আজ সোমবার সকালে অস্বাভাবিক দৃশ্য দেখা যায়। সাদা কাফনের কাপড় গায়ে জড়িয়ে শতাধিক কর্মকর্তা-কর্মচারী মৌন মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেন। এতে অংশগ্রহণকারীরা ‘অবিচার আর না’, ‘চেয়ারম্যানের অপসারণ চাই’, ‘আমরা শোষিত, আর না’—এমন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। প্রতিবাদকারীদের ভাষ্য, এনবিআরের বর্তমান চেয়ারম্যান নিয়মনীতি তোয়াক্কা না করে একতরফাভাবে নিয়োগ, বদলি এবং বিভাগীয় ব্যবস্থা নিচ্ছেন। এতে সংস্থার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এক কর্মকর্তার অভিযোগ:
একজন সিনিয়র সহকারী কর কমিশনার বলেন,
“আমরা কাফনের কাপড় পরে এসেছি কারণ এই দফতরের মধ্যে আমাদের পেশাগত সম্মানবোধ, মর্যাদা ও স্বাধীনতা আজ মৃতপ্রায়। আমরা অপমানিত, নিপীড়িত।”
চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ:
অভিযোগকারীরা বলেন, এত অভিযোগ সত্ত্বেও মন্ত্রণালয় ও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেই তারা এমন প্রতীকী প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
প্রশাসনের অবস্থান:
এ বিষয়ে এনবিআর বা অর্থ মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভেতর সূত্রে জানা গেছে, বিষয়টি সরকার ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে।
সরকারি দপ্তরের কর্মকর্তাদের এমন ব্যতিক্রমধর্মী প্রতিবাদ শুধু নজিরবিহীনই নয়, বরং সরকারি প্রশাসনের গভীর সমস্যার দিকেও ইঙ্গিত করে। চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এনবিআরে অচলাবস্থার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।