সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যাবেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তার সেখানে যাওয়ার কথা রয়েছে।
কূটনীতিক সূত্রে জানা গেছে, রাজনাথ সিং দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যাবেন এবং সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোকবইয়ে নিজের বার্তা লিপিবদ্ধ করবেন।
এর আগে বুধবার প্রয়াত খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসেন। এই সফরে তিনি খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও দেখা করেন এবং তার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি চিঠিও তুলে দিয়েছেন।
গত মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরপরই এক এক্স পোস্টে শোক জানান নরেন্দ্র মোদি।
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির এসব উদ্যোগকে বিএনপির নতুন নেতৃত্বের প্রতি দিল্লির একটি কৌশলগত যোগাযোগ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দিল্লির এই বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মাত্র সপ্তাহখানেক আগে (২৩ ডিসেম্বর) বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল ভারতের রাজধানী। তারও দিন তিনেক আগে (২০ ডিসেম্বর) কিছু বিক্ষোভকারী ওই একই কমপ্লেক্সে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনের একেবারে সামনে চলে গিয়ে রাতের অন্ধকারে স্লোগান দিয়েছিল। পাশাপাশি তারা হাইকমিশনারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলেও অভিযোগ উঠেছিল।