প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের পদত্যাগ ও একদিনের ব্যবধানে আবারও নিয়োগ পাওয়ার প্রক্রিয়াটি ছিল নিছক একটি ‘টেকনিক্যাল’ বিষয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, ‘উনার (ডা. সায়েদুর রহমান) প্রথম নিয়োগটি ছিল লিয়েনে। তিনি একটি নির্দিষ্ট কর্মস্থলে কর্মরত ছিলেন এবং সেখান থেকে লিয়েন গ্রহণ করে বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছিলেন। বর্তমানে উনার নিয়মিত চাকরির অবসরের সময় হয়ে এসেছে।’
তিনি আরও জানান, ‘নিয়ম অনুযায়ী লিয়েনে থাকাকালীন অবসর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। ফলে ডা. সায়েদুর রহমানকে প্রথমে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে। সেখানে গিয়ে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে আবারও নতুন করে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ডা. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের মাধ্যমে তাকে মন্ত্রণালয়ের পূর্ণ নির্বাহী ক্ষমতাও প্রদান করা হয়েছে।