আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এই সময়সীমা শেষ হয়।
নির্বাচন কমিশন (ইসি) বলছে, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২শ জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬শ ৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন। আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২শ ৮৩ জন। আর প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে, যার সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
এর মধ্যে মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৫০৯, কাতারে ৭৫ হাজার ৩১৪ , ওমানে ৫৩ হাজার ৮৭১, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৬ হাজার ২৮২, কুয়েত থেকে ৩৫ হাজার ৩৩, যুক্তরাজ্য থেকে ৩২ হাজার ১০০, যুক্তরাষ্ট্র ৩০ হাজার ৯৭৫, ইতালি ২৪ হাজার ১১৬, বাহরাইন থেকে ১৯ হাজার ৪১০, সিঙ্গাপুর থেকে ১৮ হাজার ৯৪, কানাডা ১৪ হাজার ৬৩৮, দক্ষিণ কোরিয়া থেকে ১১ হাজার ৬৯৯, অস্ট্রেলিয়া থেকে ১১ হাজার ১৪০, মালদ্বীপ ৯ হাজার ৩২, জাপান ৮ হাজার ৮৭৪, ফ্রান্স ৮ হাজার ৩২৮, পর্তুগাল ৮ হাজার ১৫০, জার্মানি ৫ হাজার ৯৯৫, দক্ষিণ আফ্রিকা ৫ হাজার ৪২৮ জন।
এছাড়া স্পেন, ফিনল্যান্ড, পোল্যান্ড, চীন, সুইডেন, আয়ারল্যান্ড, ব্রুনাই, ডেনমার্ক, গ্রিস, নিউজিল্যান্ড, তুরস্ক, মিসর, রোমানিয়া, সাইপ্রাস, মরিশাস, ইরাক, নেদারল্যান্ডস, মোজাম্বিক, লিবিয়া, বেলজিয়াম, কিরগিজস্তান, অস্ট্রিয়া, ব্রাজিল, রাশিয়া, ভারত, হংকং, কম্বোডিয়া, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, জর্ডান, লিথুয়ানিয়া, মাল্টা, লেবাননের প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করেছেন।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ব্যালট পেপারে নৌকা প্রতীক বাদে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১১৮টি প্রতীক থাকবে। পাশাপাশি ‘না’ ভোট দেওয়ার অপশনও রাখা হয়েছে। ভোটাররা ডিজিটাল প্ল্যাটফর্মে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে পোস্টাল ব্যালটে পছন্দের প্রার্থীর পাশে টিক চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।
২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটারা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ‘টিক’ চিহ্ন দিয়ে তারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন।
চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।