নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে ‘প্রতীকী অনশন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার (১০ জানুয়ারি) বিকেল তিনটায় ১২টি কর্মচারী সংগঠন ও দপ্তর ভিক্তিক সংগঠনের নেতারা আলোচনায় এই কর্মসূচির সিদ্ধান্ত হয়।
আগামী ১৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অনশনে’ বসবেন তারা। এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি চলবে। রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সারাদেশেই পালিত হবে।
কর্মসূচি ঘোষণা করে জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, চলতি জানুয়ারি মাসেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সব জেলার প্রেসক্লাবের সামনে জেলা পর্যায়ে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।