রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ৭:৪০:৪৭
ঢাকা, ২৪ জুলাই
জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। হাসপাতাল থেকে রাতেই ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১টা ৪৮ মিনিটে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় পরীক্ষা শেষে ২টা ২৬ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর ২টা ৫২ মিনিটে গুলশান-২ এর ফিরোজা বাসায় পৌঁছান।
ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হয়।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যকৃত, হৃদ্রোগ ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসা চলছে গুলশানের বাসা ফিরোজায় এবং এভারকেয়ার হাসপাতালে। কয়েক মাস ধরে তিনি ঘরবন্দি অবস্থায় আছেন, এবং তার শারীরিক অবস্থা নিয়ে দলের পক্ষ থেকে নিয়মিত উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।