প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৫, ১:০২:৩৬
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক চলছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকটি ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন তিনি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরাও সশরীরে উপস্থিত রয়েছেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বৈঠকের পর বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এদিকে বিভাগ ওয়ারি সাংগঠনিক সম্পাদকদেরও দুপুরেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
একাধিক স্থায়ী কমিটির সদস্যেরা জানিয়েছে, তারেক রহমান দলের ওয়েব সাইটে গতকাল (রোববার) গুলশানের একটি হোটেলে প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণ এবং দলের ওয়েবসাইটে অনলাইনে ‘শিগগিরই একক তালিকা প্রকাশ করা হবে’ বলে ঘোষণা দিয়েছেন।
তারেক রহমান বলেছেন, শিগগিরই দলের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম জানিয়ে দেওয়া হবে। দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন।
তিনি আরও বলেন, মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্খা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে। সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেষারেষি, বিবাদ, বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে।
দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য আরও জানান, বৈঠকে আসন্ন নির্বাচনে দল ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্তকরণের বিষয়টি থাকবে।
এদিকে গত দুই সাপ্তাহ ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন বিভাগের প্রার্থীদের ডেকে কথা বলেছেন তারেক রহমান এবং সব প্রার্থীকে একটি বার্তা দেওয়া হয়েছে যে, দল সব কিছু বিবেচনা করে যে প্রার্থীকে ধানের শীষের প্রতীকের জন্য মনোনীত করবেন তার পক্ষে কাজ করতে হবে।
জানা গেছে, প্রথম দফায় প্রায় ২০০ আসনের প্রার্থী তালিকা দেওয়া হতে পারে। তিন সপ্তাহ আগে দলের স্থায়ী কমিটির সদস্য সালেহ উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছিলেন, নভেম্বরের প্রথম দিকে প্রায় ২০০ আসনে প্রার্থী তালিকা দল থেকে প্রকাশ করা হবে। সব প্রার্থীকে দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করতে হবে।