রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে যান। সেখানে তারা বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল টিমের সঙ্গে আলোচনা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যবিষয়ক কোনো মন্তব্যই করেননি মির্জা ফখরুল।
এর আগে, এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশে দেওয়া হয় ব্যারিকেড। দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা।
গত ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। চিকিৎসকরা জানান—তার বুকে সংক্রমণ ধরা পড়েছে। এরপর দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দেওয়া হয় তাকে। এর মধ্যেই খালেদা জিয়াকে নেওয়া হয় সিসিইউতে। খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের বাইরে তার খোঁজ নিতে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে, যাদের অধিকাংশ চীনের নাগরিক।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন সেখানে থেকে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যও তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতো।