তারেক রহমানের প্রত্যাবর্তন
দীর্ঘ ১৮ বছরের লন্ডনে নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য প্রস্তুত মঞ্চ, অপেক্ষায় পুরো দেশ। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
এমন অবস্থায় একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে ভিড় করছেন অনেকেই। বলছেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ও নির্বাচনি দিক নির্দেশনা পেতেই মুখিয়ে আছেন তারা।
দীর্ঘ অপেক্ষার অবসানের বাকি মাত্র একদিন। উপলক্ষ্য যখন তারেক রহমানের দেশের মাটিতে ফিরে আসা, তখন নেতাকর্মীরা উচ্ছ্বসিত হবেন, স্বাভাবিক।
ঐতিহাসিক এ স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। মঞ্চ প্রস্তুত, চারপাশে নির্দিষ্ট দূরত্বে বাঁশ দিয়ে করা হয়েছে সীমানা নির্ধারণ। নির্দিষ্ট দূরত্বে বসানো হয়েছে মাইক। তবে আনুষাঙ্গিক যেটুকু কাজ রয়েছে তা বাকি সময়ের মধ্যে সম্পন্ন হবে, বলছেন আয়োজকরা।
রংপুর থেকে আসা বিএনপি কর্মীরা বলেন, ‘আগামী ২৫ তারিখে বাংলাদেশের ইতিহাসে আরেকটা ইতিহাস রচিত হবে। আমরা রংপুর থেকে এসেছি। এরই মধ্যে অন্যান্য জেলা থেকেও আমাদের নেতাকর্মী ও সাধারণ মানুষ আসা শুরু করেছে।’
মহাসমাবেশ ও তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার একদিন বাকি থাকলেও আগেভাগেই বিভিন্ন জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন ঢাকায়। বলছেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ও আগামীর দিক-নির্দেশনা নিতেই মুখিয়ে আছেন তারা।
প্রান্ত থেকে কেন্দ্র। নির্বাচনের আগে দলের অন্যতম শীর্ষ নেতার ফেরাকে দেখছেন ইতিবাচকভাবেই। সঙ্গে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।
কর্মীরা বলেন, ‘৩১ দফা কর্মসূচি ইনশাআল্লাহ সফল হবে। আমরা এটা রে রাখতে পারলে বাংলাদেশে জিয়াউর রহমান, খালেদা জিয়ার সুনাম অক্ষুণ্ণ থাকবে।’
নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের ফেরাকে স্মরণীয় করতে বিন্দুমাত্র কমতি রাখতে চান না বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো গ্রেপ্তার হন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান। সেই থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখানে থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ অর্থ আত্মসাৎ মামলায় খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসেই বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তিনি।