জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, 'আসিফ মাহমুদ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, অন্যতম কান্ডারি, যিনি অসীম সাহসিকতার সাথে সেই সময়ে লড়াই করেছেন। মার্চ টু ঢাকার ঘোষণা তার মুখ থেকে এসেছিল। তিনি আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, 'আসিফ মাহমুদ এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এই দায়িত্বে ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন, সেজন্য এই দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছেন।'
আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না।