জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্থাবর-অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে মোট সম্পদ রয়েছে ৫০ লাখ টাকার। এর মধ্যে ২৬ লাখ টাকার সোনা রয়েছে ব্যাংকে। গত সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অংশ নিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে হাসনাত আব্দুল্লাহর জমাকৃত মনোনয়নপত্রের হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।
এনসিপির আলোচিত এ নেতা ২০২৫- ২০২৬ অর্থ বছরে বার্ষিক আয় দেখিয়েছেন ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষি জমি নেই। বাবা–মা ও স্ত্রী–সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেছেন।
হলফনামায় হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, ১ লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার। তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তার ব্যবসা প্রতিষ্ঠানে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকার মূলধন রয়েছে। বাবা–মা ও স্ত্রী–সন্তানের নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে তার নামে কোনো ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামার পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। তার স্ত্রী বর্তমানে গৃহিণী।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে হাসনাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। দেবিদ্বার আসনে হাসনাতকে ছাড় দিয়েছেন জোটের নেতা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ। আসনটিতে বিএনপি, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে মোট ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।