আগামী দুই-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন দুপুর সাড়ে ১২টায় জামায়াত আমিরের রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ক্ষমতায় এলে বিশ্বের সব শান্তিকামী, গণতন্ত্রকামী রাষ্ট্রের সঙ্গে জামায়াতের সুসম্পর্ক থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর মতোই আচরণ করতে হবে। কোনও নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে ঝুকতে চায় না জামায়াত। নির্বাচনে দেশের গণমাধ্যমকে কোনো দলীয় মাধ্যমের ভূমিকায় না থেকে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকার আহবানও জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের আকাঙ্খা পূরণ হবে না। চাওয়া শুধু একটাই, সুষ্ঠু নির্বাচন। আমরা ক্ষমতায় এলে জনগণের আমানত রক্ষা করবো। আর জনগণ যদি অন্য কাউকে পছন্দ করে, তখনো দেশের সার্থে আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে মা-বোনেরা প্রধানত আমাদেরই পছন্দ করবে। আমরা তাদের বিষয়ে সচেতন। মায়েরা তাদের মতো করে ডিসিশন নেবে। ভাইয়েরাও তাই। সম্পর্কে মিচুয়াল রেসপেক্ট থাকবে।
ডা. শফিকুর রহমান বলন, যুবকরা বিশ্বাস করে জামায়াত কমিটমেন্ট রক্ষা করবে। যার প্রতিফলন সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনে ঘটেছে। জনগণের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্তই নেবে।
নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। ২১ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার-প্রচারণা শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসবো।
ইইউ গত নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠায়নি। এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবেন? জানতে চাইলে জামায়াত আমির বলেন, এবার তারা ২০০ প্রতিনিধি পাঠাবেন। তারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কাভার করবেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন- সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।