নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামের নতুন এক প্ল্যাটফর্ম যুক্ত হতে যাচ্ছে দেশের রাজনীতিতে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা আসার কথা।
এর আগে কয়েকজন সংগঠক প্ল্যাটফর্মের নামসহ একটি লোগো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ‘যাত্রা শুরু’ ক্যাপশন দিয়ে শেয়ার করা লোগোতে দেখা যায়, নতুন প্ল্যাটফর্মের নাম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’। সংগঠকদের মধ্যে মেঘমল্লার বসু, অনিক রায়সহ আরও অনেকে লোগোটি পোস্ট করেছেন।
৫টি মূলনীতি এবং ৭টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানা যায়। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ও প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই এ প্ল্যাটফর্মের মূলমন্ত্র।
এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ গণমাধ্যমে জানিয়েছিলেন, শুক্রবার প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হবে। বাংলাদেশপন্থী বামধারার নতুন রাজনৈতিক এ প্ল্যাটফর্মের সঙ্গে থাকছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা দুই নেতাও।
উদ্যোক্তারা তখন জানিয়েছিলেন, নাম নিয়ে এখনও আলোচনা চলছে। তবে জনযাত্রা, পিপলস মার্চ, গণ সফর, ইজতেহা কিংবা পিপলস অ্যাকশন, সম্ভাব্য নামের মধ্যে এগুলো আলোচনায় আছে।