প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে সুযোগ; নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ
প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, ১:৩৪:০৭
ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচে ১২৫ রান ও দুই উইকেটের পারফরম্যান্সের পুরস্কার পেলেন তরুণ অলরাউন্ডার মিচ ওয়েন। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার এখন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।
চোট ও বিশ্রামের কারণে এই সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এবং পেসার মিচেল স্টার্ক। দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল মার্শ। ফিরেছেন জশ হ্যাজলউড ও ট্রাভিস হেড। স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল অবসর নেওয়ায় ওয়ানডেতে নেই। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে রয়েছেন ম্যাক্সওয়েল।
ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন মার্নাস লাবুশেন ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। পেস আক্রমণে থাকছেন জাভিয়ের বারলেট ও ল্যান্স মরিস।
এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সিরিজ শুরু হবে ১০ আগস্ট প্রথম টি-টোয়েন্টি দিয়ে, শেষ ওয়ানডে ২৪ আগস্ট।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বারলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।