বন্ধু সৌরভ মারধরের অভিযোগ তুলে নিলেন, বললেন ‘সমাধান হয়েছে, তবে সময় লাগবে ট্রমা কাটাতে’
প্রকাশিত : ৩১ জুলাই ২০২৫, ১:০৮:৫২
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগের ঘটনা পারিবারিক সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়েছে। অভিযোগকারী ও ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভ বুধবার (৩০ জুলাই) জানান, ‘দুই পরিবার মিলে মুচলেকার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।’
সৌরভ বলেন, ‘বন্ধুদের মধ্যেই কথার কাটাকাটি থেকে ভুল বোঝাবুঝির সূত্রপাত। শুরুতেই বসতে পারলে এত দূর গড়াত না। এখন পারিবারিকভাবে সমঝোতা হয়েছে। তাসকিনের বাবা সম্পর্কে আমার নানা হন।’
বন্ধুত্বের ফাটল ও মিশ্র অনুভূতি:
তাসকিনের প্রতি খেলোয়াড় হিসেবে শুভকামনা জানিয়ে সৌরভ বলেন, ‘তাসকিন আমার ছোটবেলার বন্ধু। দেশের জন্য সামনে অনেক কিছু দেওয়ার আছে ওর। তবে আমি ট্রমাটাইজড। আমাদের বন্ধুত্বে সময় লাগবে আবার স্বাভাবিক হতে।’
সৌরভের খালা ঝুমা খান জানান, ‘৪৮ ঘণ্টার সময় চাওয়া হয়েছিল, আজ পারিবারিকভাবে বসে মুচলেকা ও প্রতিশ্রুতির ভিত্তিতে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে এটাই চেয়েছি।’
তাসকিনের অবস্থান:
প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে তাসকিন বলেন, ‘বিষয়টি ভিত্তিহীন। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়ায় আমার নাম জড়ানো হয়েছে। এতে আমি, আমার পরিবার ও বন্ধুবান্ধব বিব্রত।’
তিনি অনুরোধ জানান,
সবাই গুজবে কান দেবেন না।
জাতীয় দলের অবস্থান:
এ ঘটনায় তাসকিনের আচরণ ঘিরে বিতর্কের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আচরণবিধির কর্মশালা আয়োজনের কথা জানিয়েছে। খেলোয়াড়দের মাঠ ও মাঠের বাইরে আচরণে পেশাদারিত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ।