এককথায় অবিশ্বাস্য! নারী কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ
প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১২:১৬:৩৬
এককথায় অবিশ্বাস্য! নারী কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অবিশ্বাস্য এক ম্যাচ জিতে আবারও শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। নির্ধারিত সময়ে হারের মুখ থেকে ফিরে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে টানা পঞ্চমবার লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছে ব্রাজিলের মেয়েরা। এ নিয়ে দশ আসরের মধ্যে নয়বার চ্যাম্পিয়ন হলো তারা।
মার্তা ফিরলেন, দেখালেন কিংবদন্তিত্ব
ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। ৩–২ গোলে পিছিয়ে থাকা ব্রাজিলকে অবসর ভেঙে ফেরা ৩৯ বছর বয়সী মার্তা বাঁচিয়ে দেন দুর্দান্ত এক গোল করে। এরপর অতিরিক্ত সময়ে আবার গোল করে দলকে ৪–৩ ব্যবধানে এগিয়ে দেন তিনি। যদিও কলম্বিয়া আবারও সমতা ফেরায় ১১৫তম মিনিটে। ম্যাচ শেষ হয় ৪–৪ গোলে, গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নাটক, শিরোপা ব্রাজিলের
পেনাল্টি শুটআউটে মার্তা গোল করতে ব্যর্থ হলেও ব্রাজিলের গোলরক্ষক লোরেনা দুর্দান্ত সেভ করেন। ব্রাজিলের লাউনি গোল করলেও কলম্বিয়ার জোরেলিন কারাভালি শট মিস করলে চ্যাম্পিয়নের মুকুট ওঠে ব্রাজিলের মাথায়।
মার্তা টুর্নামেন্ট সেরা
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মার্তা। অবসরের ঘোষণা দিয়ে ফিরে এসে শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতে আবেগতাড়িত এই কিংবদন্তি বলেন, “সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম যেন এই ম্যাচটা আমাদের হয়। দল আমাকে ভেঙে পড়তে দেয়নি। এটাই আমার শেষ কোপা আমেরিকা ট্রফি।”
কলম্বিয়ার দুর্ভাগ্য
শেষ পাঁচ আসরের মধ্যে চারবার ফাইনালে উঠেও ব্রাজিলের কাছে হার মানলো কলম্বিয়া। এবারও তারা জয়ের সুবাস পেয়েছিল, কিন্তু মার্তার নৈপুণ্য এবং ব্রাজিলের দলীয় ঐক্য তাদের স্বপ্নভঙ্গ ঘটালো।