লডারহিলে রোমাঞ্চের পর পাকিস্তানের ১৩ রানের জয়, ২-১ ব্যবধানে সিরিজ জয়ের উল্লাস
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১:২৩:৫০
বাংলাদেশের কাছে সিরিজ হারার রেশ কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়াল পাকিস্তান। লডারহিলের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে সোমবার সকালে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তান ১৩ রানে জয় পায়।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান (৭৪ রান, ৫৩ বল, ৫ ছক্কা, ৩ চার) ও সাইম আইয়ুব (৬৬ রান, ৪৯ বল, ২ ছক্কা, ৪ চার) জয়ের ভিত গড়ে দেন। শেষ দিকে খুশদিল শাহ ও ফাহিম আশরাফের কার্যকরী ব্যাটিংয়ে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে আলো ছড়ান আলিক আথানাজে (৬০) ও শেরফেন রাদারফোর্ড (৫১)। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি ক্যারিবীয়দের। হারিস রউফ ও সাইম আইয়ুবের বোলিংয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৭৬ রানেই থেমে যায়।
এই জয়ের ফলে পরপর দ্বিতীয়বার টি-টোয়েন্টি সিরিজে হারতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে বিদেশের মাটিতে স্মরণীয় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পাকিস্তান।