ড্র করলেই প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা নিশ্চিত হবে সাগরিকা–তৃষ্ণাদের
প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১০:৩৯:২৬
বাংলাদেশের নারী ফুটবলে চলছে ইতিহাস গড়ার উত্তেজনা। গত মাসে নারী জাতীয় দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর এবার অনূর্ধ্ব–২০ দলও সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে।
আজ বিকেল ৩টায় থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আগামী বছরের মূল আসরে জায়গা করে নিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এইচ’ গ্রুপে লাওসকে ৩–১ ও পূর্ব তিমুরকে ৮–০ গোলে হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে কোরিয়া থাকলেও গোলসংখ্যায় এগিয়ে সাগরিকা–তৃষ্ণারা।
ম্যাচ ড্র হলেই গ্রুপসেরা হয়ে সরাসরি মূল পর্বে যাবে বাংলাদেশ। হারলেও রানার্সআপদের মধ্যে সেরা তিনে থাকলে সুযোগ থাকবে। কোচ পিটার বাটলার আজ রক্ষণাত্মক কৌশল নিয়ে নামতে পারেন, যাতে ড্র নিশ্চিত হয়। আক্রমণে থাকবেন মোসাম্মত সাগরিকা, তৃষ্ণা রানী, স্বপ্না রানী ও মুনকি আক্তার।
২০২৪ সাল থেকে অনবদ্য পারফরম্যান্সে অপরাজিত বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী দল কদিন আগে সাফ শিরোপা জিতেছে। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই লেখা হবে নতুন ইতিহাস।