তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ডাচদের ১৩৬ রানে আটকে দিয়ে ৮ উইকেটে সহজ জয় পেলো টাইগাররা
এশিয়া কাপের প্রস্তুতি শুরু করলো বাংলাদেশ দাপটের সঙ্গেই। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। টসে জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ, ৪ ওভারে মাত্র ২৮ রানে শিকার করেন ৪ উইকেট। সাইফ হাসান ফিরেছেন দুই বছর পর, এক ওভারে তুলে নেন দুই উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৬ রানেই থামে ডাচদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করেন পারভেজ (১৫)। তবে মূল দায়িত্বটা নেন অধিনায়ক লিটন দাস। ২৬ বলে ফিফটি তুলে নিয়ে ৫৪* রানে অপরাজিত থাকেন তিনি। সাইফ হাসান যোগ করেন দ্রুত ৩৬* রান। তাদের ব্যাটে ১৩.৩ ওভারেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টাইগাররা। ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ।