প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৬:০৪
আসন্ন দ্বাদশ বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছিল ১১টি প্রতিষ্ঠান। তবে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল বাতিল করেছে তিনটি প্রতিষ্ঠানের আবেদন। বাকি আটটির মধ্যেও সবাই যে দল পাবে বিষয়টা তেমন নয়। বরং জানা গেছে, এক-দুটি প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে কেউ কেউ আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় আছেন।
বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মালিকদের বৃত্তান্ত নিয়মমতো আইসিসির দুর্নীতি দমন বিভাগের কাছে পাঠিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখান থেকে জানা গেছে, দু-একজন মালিক ‘রেড ফ্ল্যাগড’ বা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত।
পাশাপাশি কিছু প্রতিষ্ঠানের অন্যান্য শর্ত পূরণেও ঘাটতি রয়েছে। ফলে আটটি আগ্রহী প্রতিষ্ঠানের মধ্য থেকে চারটির বেশি ফ্র্যাঞ্চাইজি দেওয়া সম্ভব হবে না বলে মনে করছে গভর্নিং কাউন্সিল। সে ক্ষেত্রে বিসিবি নিজেদের হাতে একটি দল রেখে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়েই আয়োজন করতে পারে এবারের বিপিএল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল (৪ নভেম্বর)।
অন্যদিকে জানা গেছে, গত বিপিএলের সন্দেহভাজন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা না হলেও, অনানুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেই খেলোয়াড়দের দলে না নেওয়ার পরামর্শ দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল।