মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
| ১৯ কার্তিক ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
তাদের মধ্যে সম্ভাব্য চূড়ান্ত তালিকা অনুযায়ী বগুড়ার ৭টি আসন থেকে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
প্রার্থীরা হলেন- বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আব্দুল মুহিত তালুকদার, বগুড়া-৪ মো. মোশাররফ হোসেন, বগুড়া-৫ গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ তারেক রহমান এবং বগুড়া-৭ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া।
তবে বগুড়া-২ আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।