মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
| ১৯ কার্তিক ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম আজাদ। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে বিএনপি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে দলের এমন সিদ্ধান্তে আড়াইহাজারের বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা স্বস্তি প্রকাশ করেছেন। মনোনয়নের পেয়েই আড়াইহাজারের বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
মনোনয়ন নিশ্চিতের পর আজাদ বর্তমানে দ্রুত নির্বাচনি প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। এলাকার অর্থনৈতিক বৈষম্য, গ্যাস সংকট এবং অবকাঠামোগত উন্নয়ন তার প্রচারণার মূল ইস্যু হিসেবে থাকবে বলে জানা গেছে।