মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
| ১৯ কার্তিক ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে এনসিপির চার জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবদের সাক্ষাৎকার শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সারজির আলম আরও বলেন, ‘ডিসেম্বরের মধ্যে প্রতি ওয়ার্ডে আমাদের আহ্বায়ক কমিটি থাকলে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে পারব।’ কমিটি গঠনের বিষয়ে এনসিপির কাজ চলছে বলেও জানান তিনি।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণের কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না।’