প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০৩:৩৯
টানা ১৫ ম্যাচ ধরে অপরাজিত বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার লিগ টেবিলেও আছে সবার ওপরে, একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও নেই কোনো পরাজয়। আজ রাত দুইটায় সেই শক্তিশালী বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি।
এক দল উয়েফা চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন, অন্য দল ছয়বারের চ্যাম্পিয়ন। এবারের চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকায় সবার ওপরে তো এই দুই দলের নাম। পয়েন্ট ও গোলপার্থক্য সমান হলেও বায়ার্নের চেয়ে ১টি গোল বেশি করায় প্যারিসের অবস্থান সবার ওপরে।
প্যারিসের প্রতিপক্ষ বায়ার্ন এবার আক্ষরিক অর্থেই অজেয় হয়ে গেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সিজনের প্রথম ১৫টি ম্যাচ জিতে নতুন রেকর্ডও গড়েছে বাভারিয়ানরা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবগুলোর মধ্যে সিজনের শুরু থেকে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটিই। এছাড়াও ভেঙেছে ১৯৯২-৯৩ মৌসুমে ইতালিয়ান ক্লাব এসি মিলানের ১৩ ম্যাচ জয়ের রেকর্ড। ১৫ ম্যাচে বায়ার্ন গোল করেছে ৫৪টি। ভিতিনিয়া ডেম্বেলেদের আজ থামাতে হবে ভয়ংকর বায়ার্নের সেই জয়-রথ।
আজকের ম্যাচটা যে খুব কঠিন হবে তেমনটাই জানিয়েছেন প্যারিস বস লুইজ এনরিকে। প্রেস কনফারেন্সে তিনি জানান, ‘এ মুহূর্তে এতটুকু পরিষ্কার যে, তারা (বায়ার্ন) খুব শক্তিশালী। টানা ১৫ ম্যাচ জেতা অবিশ্বাস্য ব্যাপার। আমাদের তো তিন-চারটি ম্যাচ জিততে খুবই কষ্ট হয়েছে।’
ফ্রেঞ্চ লিগে পিএসজি বায়ার্নের মতো এতটা আধিপত্য দেখাতে পারেনি। তবে খুব খারাপ করেছে এটাও বলার উপায় নেই। ১১ ম্যাচের সাতটিতে জিতেছ, ড্র করেছে তিনটিতে, হেরেছে মাত্র এক ম্যাচে। তবে পিএসজি বস এনরিকে মনে করেন, পিএসজি সমর্থকেরা আজকের ম্যাচে তাঁদের ওপর আস্থা রাখতেই পারেন, ‘এখনই কি সমর্থকদের কিংবা আমার দলের পারফরম্যান্স বিশ্লেষণ করার সময় হয়েছে? আমি কিন্তু এমনটা মনে করি না। আমাদের ওপর একটু আস্থা রাখা উচিত। পার্ক দ্য প্রিন্সেসে আমাদের সমর্থকদের সামনে আমরা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়েই নামব। তাদের প্রেসিং সামলানোর ক্ষমতাও আমাদের আছে।’
দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বায়ার্নই । ১৪ ম্যাচের ৮টিতে জিতেছে তারা, পিএসজি জিতেছে ৬টিতে।
টানা ১৫ ম্যাচ জেতা বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি স্বাভাবিকভাবেই জয়ের ধারাটাকে আরও বাড়িয়ে নেওয়ার কথাই বলেছেন। তিনি জানান, ‘আমরা ১৫টি ম্যাচ জিতেছি। খুব ভালো। তবে ধারাটা ধরে রাখতে হবে, এতটুকুই যথেষ্ট নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সাফল্যেভরা একটি মৌসুম উপহার দেব।’
ম্যাচটি বাংলাদেশ সময় রাত দুইটায় সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস ১।