মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
| ১৯ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
ফুটবলের দুই মহারথী মেসি-রোনালদো। গত দুই দশক ধরে সবার ওপরের নাম এই দুজনেরই। ব্যক্তি হিসেবে একে-অপরের প্রতি ভীষণ শ্রদ্ধা রয়েছে রোনালদো-মেসির। নিজেদের এমন এক পর্যায়ে নিয়েছেন, যেখানে অন্য ফুটবলারদের পৌঁছানো স্বপ্নের মত।
তবে শ্রেষ্ঠত্বের জায়গা নিয়ে মেসি-রোনালদো ভক্ত-সমর্থকরা প্রায়ই চায়ের কাপে ঝড় তোলেন। ক্রীড়াঙ্গন ভাগ হয়ে যায় দুই ভাগে। নিজেরা কি ভাবেন এমন প্রশ্ন উঠলে বরাবরের মতো এবারও নিজেকে সেরা দাবি করলেন রোনালদো। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সিআর সেভেন।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। ফলে অনেকেই মেসিকে সর্বকালের সেরা বলে মেনে করেন। সেই অনেকের কথা সামনে এনে মরগ্যান জানতে চেয়েছিলেন, ‘অনেকে মনে করে তোমার চেয়ে মেসি ভালো। তুমি কি মনে কর?’ প্রতি উত্তরে রোনালদো বলেছেন, ‘মেসি আমার থেকে ভালো (বিস্ময় নিয়ে)? এই মতামতের সঙ্গে আমি একমত নই। তাকে সেরা বলে বিনয়ী হতে চাই না।