প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ৯:১৬:০০
বরেণ্য চিত্রশিল্পী, শিল্পসমালোচক, শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী (বাবলু) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শিল্পী মতলুব আলীর স্ত্রী রেহানা মতলুব (রেখা) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেহানা মতলুব জানান, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে মতলুব আলীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই দিবাগত রাত আড়াইটার দিকে মৃত্যু হয় তার।
মতলুব আলী ১৯৭১ আলের ১৬ ডিসেম্বর ‘লাঞ্ছিত নিপীড়িত জনতার জয়’ গানের রচয়িতা এবং বাংলাদেশের চারুকলা আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন।
মতলুব আলী ১৯৪৬ সালে রংপুরের মুন্সীপাড়ায় (মাদরাসা রোড) জন্মগ্রহণ করেন। রংপুর জিলা স্কুল থেকে ১৯৬৩ সালে মাধ্যমিক পাস করেন তিনি। পরে রংপুর কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন।
তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে একই বিভাগে অধ্যাপনা শুরু করেন তিনি। চারুকলা অনুষদের ডিনের দায়িত্বও পালন করেছেন এই চিত্রশিল্পী।