প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ১:১২:২৯
শেষ ম্যাচে জাপানের বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নতুন করে দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। প্রায় দেড় মাস পর সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন নেইমার, খেলেছেন মাত্র ২৩ মিনিট। কিন্তু দলে জায়গা মিলেনি ব্রাজিলিয়ান এই সুপারস্টারের। তবে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন কাতার ক্লাব আল সাদের খেলোয়াড় রবার্তো ফিরমিনো। এছাড়াও জায়গা মিলেছে পালমেইরাস স্ট্রাইকার ভিক্তর রকের।
গোলকিপার: বেন্তো (আল নাসর), এডারসন (ফেনারবাখ), হুগো সুজা (কোরিয়ান্থাস)
ডিফেন্ডার: এলেক্স সান্দ্রো (ফ্লামেংগো), দানিলো (ফ্লামেংগো), হেনরিক (মোনাকো), মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফ্যাব্রিকো ব্রুনো (ক্রুজিয়েইরো), গ্যাব্রিয়েল (আরসেনাল), লুসিয়ানো জুবা (বাহিয়া), মার্কিউনোস (পিএসজি), পাওলো হেনরিক (ভাস্কো দ্যা গামা), ওয়েসলি (রোমা)
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউ ক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফিরমিনো (আল সাদ), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), জোয়াও পেদ্রো (চেলসি), লুইজ হেনরিক (জেনিত), কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), ভিক্তর রক (পালমেইরাস)
আগামী ১৬ নভেম্বর লন্ডনে সেনেগালের বিপক্ষে ও ১৯ নভেম্বর ফ্রান্সের লিলেতে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।