প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ৬:১৩:৫৯
মেহেরপুর-২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ নেতা-কর্মী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সাবেক এমপি আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এর পরে আমজাদ হোসেন তার কার্যালয়ে অবস্থান নিলে জাভেদ মাসুদ মিল্টনের নেতা-কর্মীরা অফিসে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হন। নেতা-কর্মীরা আমজাদ হোসেনের অফিসের সামনে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে।
এদিকে হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদ হোসেনের পক্ষের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে বাসস্ট্যান্ডে আসেন।
এ সময় আমজাদ হোসেনের পক্ষের উত্তেজিত নেতা-কর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায়। অফিসের ভেতরে থাকা আসবাবপত্র এবং চেয়ার বের করে আগুন ধরিয়ে দেয়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমজাদ হোসনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।