মেহেরপুরে বাড়ছে আত্মহননের প্রবণতা
মনে হতো, ‘আমি না থাকলেই সবাই শান্তিতে থাকবে।’ কথাটা বলতে বলতে থেমে যান মুজিবনগরের গৃহিণী রুমানা আক্তার (ছদ্মনাম)। বয়স ৫০ বছর, দুই সন্তানের মা। একসময় যিনি ছিলেন প্রাণবন্ত ও হাসিখুশি, আজও তিনি কেঁপে ওঠেন সেই দিনের কথা মনে হলে, যেদিন ছাদ থেকে লাফ দিয়ে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।