প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৫, ১:৩৭:১৮
বান্ধবির সাথে বিচ্ছেদ, গোপন জায়গায় চোট থেকে শতভাগ সেরে ওঠেননি লামিন ইয়ামাল। তবুও গত রোববার রাতে লা লিগায় এলচের বিপক্ষে তাকে শুরু থেকেই মাঠে নামানো হয়। বার্সেলোনার ৩-১ গোলে জয়ের ম্যাচে ৮৮ মিনিট খেলে একটি গোলও করেন তিনি। স্বাভাবিকভাবেই এরপর প্রত্যাশাটা হলো চ্যাম্পিয়নস লিগেও নিশ্চয়ই পাওয়া যাবে ইয়ামালকে?
ইউরোপ সেরার এই ক্লাব প্রতিযোগিতায় আজ রাত দুটায় ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব ব্রুগার আতিথ্য নেবে বার্সেলোনা। এই ম্যাচ নিয়ে ইয়ামালকে ঘিরে বার্সার ভক্তদের মাঝে প্রত্যাশার ঢেউ উঠেছে। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র খবর শুনলে তাদের একটু হতাশই হতে হবে। ক্লাবটির কোচ হান্সি ফ্লিক নাকি টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন, আগামী কিছুদিন স্পেন উইঙ্গারের খেলার সময় কমাবেন।
কারণ, ইয়ামালের মতো ১৮ বছর বয়সী প্রতিভাকে বেশি ব্যবহার করে অকালে নষ্ট করতে রাজি নন ফ্লিক। আগামী কয়েক সপ্তাহে তাই ইয়ামালকে বেছে বেছে ম্যাচ খেলাতে চান বার্সা কোচ। বেলজিয়ামের ক্লাব ব্রুগা যেহেতু তেমন শক্ত দল নয়, তাই এই ম্যাচে ইয়ামালের বার্সার মূল একাদশের হয়ে মাঠে নামা তাই পুরোপুরি নিশ্চিত নয়। তবে খেলবেন না কিংবা বদলি হিসেবে নামানো হতে পারে, এমন নিশ্চয়তাও দেননি কেউ।
বার্সা যে খুব ভালো ফর্মে আছে তাও নয়। গত মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে ফ্লিকের দল। এলচের বিপক্ষে জিতে এল ক্লাসিকোয় হারের জ্বালা ভোলার চেষ্টা করেছে বার্সা। তবে ব্রুগার বিপক্ষে ইউরোপ সেরার প্রতিযোগিতায় বার্সার স্মৃতি সুখকর। চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত দুবার ক্লাবটির মুখোমুখি হয়ে দুবারই জিতেছে বার্সা।
আক্রমণভাগে রবার্ট লেভানডস্কি এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। এলচের বিপক্ষে মাঠে ফিরলেও ব্রুগার বিপক্ষে ফেরান তোরেসকে মূল একাদশের হয়ে খেলাতে পারেন বার্সা বস ফ্লিক। ইয়ামাল শুরু থেকে খেললে তার সঙ্গে রাশফোর্ডের খেলাও মোটামুটি নিশ্চিত। মাঝমাঠে ফেরমিন লোপেজ, মার্ক কাসাদো ও ফ্রেঙ্কি ডি ইয়ং—এই ত্রিমূর্তিকেই বেছে নিতে পারেন ফ্লিক। চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে এ পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় এবং একটি ম্যাচ হেরেছে বার্সা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে নবম কাতালান এই ক্লাবটি। ম্যাচটি রাত দুটায় সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ১।