প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৫, ২:১৬:৪২
নভেম্বরের শেষের দিকে ক্রিকেট প্রেমীরা মেতে উঠবেন অ্যাশেজের উত্তেজনায়। ২১ নভেম্বর থেকে শুরু হবে ৫ ম্যাচের এই সিরিজ। আর অস্ট্রেলিয়া ইতিমধ্যেই প্রথম টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
তবে শুধু নামের তালিকা নয় বরং এই দল নির্বাচন নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ও আবেগও থাকে। আলোচনায় থাকা তরুণ ব্যাটার স্যাম কনস্তাসের নাম এবার ১৫ সদস্যের স্কোয়াডে নেই। ডেভিড ওয়ার্নার থেকে শুরু করে অনেক প্রাক্তন ক্রিকেটার তাকে দলে নেওয়ার পক্ষে মত দিলেও, নির্বাচকরা সবাইকে চমকে দিয়ে বেছে নিয়েছেন অভিজ্ঞ জেইক ওয়েদারল্ডকে। ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য এটি জাতীয় দলে প্রথম ডাক। এমন স্বপ্ন যা দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে পরিশ্রমের ফলে বাস্তবে পরিণত হয়েছে।
এ ছাড়া দলের মধ্যে ফিরে এসেছেন মারনাস লাবুশেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়লেও ঘরোয়া পারফরম্যান্সের কারণে আবারও জায়গা করে নিয়েছেন তিনি। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন এবং বিউ ওয়েবস্টার দুজনই দলে রয়েছেন। যদিও টেস্টে দুজনকে একসঙ্গে খেলানো হবে কিনা, তা মাঠের অবস্থা ও ফিটনেসের ওপর নির্ভর করবে।
বলিং আক্রমণে আছেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং নাথান লায়ন। তবে ভালো ফর্মে থেকেও দলে নেই মাইকেল নেসার। নির্বাচকরা জানিয়েছেন, সিরিজের পরে তাকে দেখা যেতে পারে।
এই দল কেবল নামের তালিকা নয়, এটি প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন, পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের গল্প।
প্রথম অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।