বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন দলের পেসার জাহানারা আলম। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই ক্রিকেটার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে এসব অভিযোগ তুলে ধরেন।
জাহানারার অভিযোগ, ব্যক্তিগত বিষয়, বিশেষ করে পিরিয়ড থেকে শুরু করে বাজে প্রস্তাব দেওয়া এবং খেলোয়াড়দের সঙ্গে লাইনে হ্যান্ডশেকের সময় জড়িয়ে ধরার চেষ্টা করতেন মঞ্জু।
জাহানারা আরও বলেন, ‘একদিন কাঁধে হাত রেখে উনি জিজ্ঞেস করেন, আমার পিরিয়ড কত দিন ধরে চলছে? পিরিয়ড শেষ হলে তাকে জানাতে বলেন… এমন কথাবার্তা বারবার শুনতে হয়েছে।’
আরেক ঘটনা নিয়ে তিনি জানান, বিশ্বকাপের কিছু ম্যাচে টিম লাইনআপে হ্যান্ডশেকের সময় তিনি (মঞ্জুরুল) হাত না বাড়িয়ে জড়িয়ে ধরতেন।
জাহানারার দাবি, এসব অনাকাঙ্ক্ষিত আচরণের ব্যাপারে গত দেড় বছরে তিনি বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তার ভাষায়, এসব ব্যাপারে অনেকবার অভিযোগ দেওয়া হয়েছে। দুই দিন ঠিক থাকলেও পরে আবার আগের মতোই চলত। এখন আর বোর্ডের কাছে বিচার চান না তিনি, বিচার চেয়েছেন আল্লাহর কাছে।
উল্লেখ্য, মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে ২০২০ সালের অক্টোবরে নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তিনি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেন।