বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে ঝড় তুলেছে নারী দলের সাবেক সদস্য জাহানারা আলমের ‘যৌন হেনস্তা’র অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা।
এবার নীরবতা ভাঙলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ব্যাটার মুশফিকুর রহিম। যিনি ঘটনাটিকে “ভয়াবহ ও লজ্জাজনক” হিসেবে আখ্যা দিয়েছেন।
নিজের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মুশফিক লিখেছেন, “সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।”
তিনি আরও লেখেন, “যদি অভিযোগগুলি সত্য প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।”
এর আগে, অস্ট্রেলিয়ায় অবস্থানরত নারী ক্রিকেটার জাহানারা আলম ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। তিনি বলেন, ‘একদিন কাঁধে হাত রেখে উনি জিজ্ঞেস করেন, আমার পিরিয়ড কত দিন ধরে চলছে? পিরিয়ড শেষ হলে তাকে জানাতে বলেন… এমন কথাবার্তা বারবার শুনতে হয়েছে।’