প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৫, ১:৫৫:৪৯
শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে দলকে শনিবার নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন শাহিন আফ্রিদি। পাকিস্তানের ওয়ান-ডে দলের অধিনায়কের আমন্ত্রণ রাখতে ইসলামাবাদের একটি রেস্তরায় গিয়েছিলেন দুদলের ক্রিকেটারেরা। তাদের জন্য ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আজ রবিবার তৃতীয় ওয়ান-ডে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। এরপর রয়েছে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ়। তার মধ্যেই শনিবার সফরকারী দুদেশের ক্রিকেটারদের নৈশভোজে আমন্ত্রণ জানান আফ্রিদি। হাজির ছিলেন পাকিস্তানের ওয়ান-ডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাও। ইসালামাবাদের একটি রুফ টপ রেস্তরাঁয় করা হয়েছিল এই আয়োজন। নৈশভোজের ভিডিও সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জিম্বাবুয়ের পাক বংশোদ্ভুত ক্রিকেটার সিকন্দার রাজা।
আফ্রিদির আতিথিয়েতায় মুগ্ধ দুদলের ক্রিকেটারেরা। পাক অধিনায়ক ব্যক্তিগত ভাবে সকলকে স্বাগত জানান। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের দেখা গিয়েছে হালকা মেজাজে। ছিল কড়া নিরাপত্তা। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিকালের পর থেকে এই রেস্তরাঁয় প্রবেশ নিষেধ ছিল। রেস্তরার দখল নেয় পাক সেনা ও ইসলামাবাদ পুলিশ। ক্রিকেটারদের যাতায়াতে পথেও কঠোর নিরাপত্তা ছিল।
গত সোমবার (১০ নভেম্বর) ইসলামাবাদ জেলা আদালতের সামনে বিস্ফোরণের পর দেশে ফিরে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কার আট ক্রিকেটার। ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ান-ডে সিরিজ। পরে দুদেশের মধ্যে দফায় দফায় উচ্চপর্যায়ের আলোচনার পর শ্রীলঙ্কার ক্রিকেটারেরা পাকিস্তানে থাকতে রাজি হয়। তাদের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করে পাকিস্তান।