প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৫, ৩:১৬:১০
নিজেদের পাতা ফাঁদে ধরা পড়ল ভারত। ইডেন গার্ডেনে বানানো অসমান পিচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৪ রান তাড়া করতে পারেনি শুবমান গিলের দল। গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানে। প্রোটিয়ারা পেয়েছে ৩০ রানের দারুণ জয়।
দুই দলের প্রথম ইনিংস শেষে ৩০ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৫৩ রানে অলআউট করে দেওয়ায় তাদের সামনে লক্ষ্য ছিল মাত্র ১২৪ রানের।
রান তাড়ায় ডাক মেরে ফেরেন যশ্বসী জয়সোয়াল। ঘরের মাঠে ষোল ইনিংস পর ডাক মারলেন তরুণ এ ক্রিকেটার। আরেক ওপেনার লোকেশ রাহুল ফিরেছেন মাত্র ১ রানে। দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দেন ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল। কিন্তু ১৩ রান করা জুরেলকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইমন হারমার। সুন্দরের ব্যাট থেকে এসেছে ভারত ইনিংসের সর্বোচ্চ ৩১ রান।
ঋষভ পান্তও ভালো করতে পারেননি। ফিরেছেন ১৩ বলে মাত্র ২ রান করে। শেষের দিকে চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। কিন্তু জাদেজার ১৮ ও অক্ষরের ২৬ রান ভারতের হারের ব্যবধান কমাতে পেরেছে শুধু। ঘাড়ের চোটের কারণে আগেই এই টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক শুবমান গিল। যে কারণে তিনি ব্যাটিংয়ে নামতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন সাইমন হারমার। ২টি করে উইকেট শিকার করেছেন মার্কো ইয়ানসেন ও কেশব মহারাজ।
এর আগে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। গতকাল ২৯ রানে অপরাজিত থাকা টেম্বা বাভুমা তুলে নিয়েছেন ফিফটি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন করবিন বশ। দুজনের ৪৪ রানের জুটিতে একশোর বেশি লিড নেয় প্রোটিয়ারা। ২৫ রান করে ফেরেন বশ। অন্য প্রান্তে ১৩৬ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন বাভুমা। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন হারমার।