প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৫, ৪:২৪:১৩
ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ২০ রান। প্রথম ৩ বলে শুধু ৫ রান দিলেন জ্যাকব ডাফি। তবে পরের বল ছক্কায় উড়িয়ে ম্যাচ জমানোর আভাস দিলেন রোমারিও শেফার্ড। কিন্তু বাকি দুই বলে আর বাউন্ডারি হজম করলেন না ডাফি। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় পেল নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চে রোববার প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারায় কিউইরা। আগে ব্যাট করে ৭ উইকেটে ২৬৯ রান করে স্বাগতিকরা। জবাবে ৬ উইকেট হারিয়ে ২৬২ রানেই থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। জয়ের নায়ক ড্যারেল মিচেল। চার নম্বরে নেমে ১১৮ বলে ১১৯ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ এই ব্যাটার। যে কারণে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
টস হেরে ব্যাট করতে নেমে অল্পেই ফেরেন রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং। তৃতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও মিচেল। এক রানের জন্য ফিফটি করতে পারেননি কনওয়ে। ৭ চার ও ১ ছক্কায় ৫৮ বলে ৪৯ রান করে ফেরেন বাঁহাতি ওপেনার।
পরে বেশিক্ষণ টিকতে পারেননি টম লাথাম। মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন মিচেল। দুইশর আগে ফেরেন ৩৫ রান করা ব্রেসওয়েল। এরপর ঝড় তোলেন মিচেল। শেষ ওভারে ফেরার আগে ১২ চারের সঙ্গে হাঁকান ২টি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন জেডেন সিলস। ম্যাথু ফোর্ডের শিকার ২টি।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। আলিক আথানেজ ২৯, কেসি কার্টি ৩২, শাই হোপ ৩৭ রান করে আউট হন। পাঁচ নম্বরে নেমে ৬১ বলে ৫৫ রান করেন শেরফান রাদারফোর্ড। রস্টোন চেজের ব্যাট থেকে আসে ১৬ রান।
২০৯ রানে ষষ্ঠ উইকেট পতনের সময় জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২৯ বলে ৬১ রান। জাস্টিন গ্রিভস ২৪ বলে ৩৮ ও শেফার্ড ১৯ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে জয়ের আশা দেখা গেলেও, শেষপর্যন্ত পারেনি ক্যারিবিয়ানরা।
কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাইল জেমিসন।
নেপিয়ারে আগামী বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।