লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের দলে আরও এক ইউরোপীয় অভিজ্ঞতার সংযোজন করল ইন্টার মায়ামি। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্প্যানিশ লেফটব্যাক সের্হিও রেগিলোনকে আনুষ্ঠানিকভাবে দলে ভিড়িয়েছে মেজর লিগ সকারের এই ক্লাবটি।
সোমবার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ২৮ বছর বয়সী রেগিলোনের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। চুক্তিতে ২০২৮ সাল পর্যন্ত এক বছর বাড়ানোর অপশনও রাখা হয়েছে।
নতুন ক্লাবে যোগ দিয়ে রেগিলোন বলেন, ইন্টার মায়ামির উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা এবং জয়ের সংস্কৃতিই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। ক্লাবের হয়ে সব ধরনের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান তিনি।
ফুটবল বিশ্লেষকদের মতে, আক্রমণাত্মক মানসিকতার এই লেফটব্যাক একদিকে যেমন রক্ষণভাগে স্থিরতা আনবেন, তেমনি মেসিনির্ভর আক্রমণভাগে বাড়তি গতিশীলতা ও বৈচিত্র্য যোগ করবেন।
অভিজ্ঞতায় ভরপুর রেগিলোন এর আগে লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের মতো শীর্ষ লিগে নিয়মিত খেলেছেন। উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপেও মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে তার। পেশাদার ক্যারিয়ারে ২৬০টির বেশি ম্যাচ খেলা এই ডিফেন্ডার প্রিমিয়ার লিগে খেলেছেন ৮১টি এবং লা লিগায় ৫৬টি ম্যাচ।
রেগিলোনের অন্তর্ভুক্তি ইন্টার মায়ামির শিরোপা জয়ের স্বপ্নকে আরও বাস্তবসম্মত করে তুলবে বলে আশা করা হচ্ছে।