চলমান বিপিএলে কাগজে-কলমে শক্তিশালী দল হলেও মাঠের পারফরম্যান্সে হতাশ করছে রংপুর রাইডার্স। হার যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে তিস্তা পাড়ের দলটির। টানা দুই ম্যাচ হারার পর এবার সিলেট টাইটান্সের কাছেও পরাজয়ের স্বাদ পেল নুরুল হাসান সোহানের দল।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর। সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় তারা। টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যা ম্যাচে বড় প্রভাব ফেলে।
রংপুরের ওপেনার কাইল মেয়ার্স আবারও ব্যর্থ হন, চার বল খেলে কোনো রান ছাড়াই আউট হন তিনি। তাওহীদ হৃদয়ও বড় কিছু করতে পারেননি, ৯ বলে করেন মাত্র ৪ রান। লিটন দাস কিছুটা লড়াই করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ৪টি চারে ২২ রান করেন তিনি। খুশদিল শাহ (৩০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (২৯) কিছুটা প্রতিরোধ গড়ে দলকে একশ পার করান।
সিলেটের হয়ে নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় সিলেট। ওপেনার তৌফিক খান তুষার ২২ বলে ৩৩ রান করে রানের গতি এগিয়ে নেন। পারভেজ হোসেন ইমন একপ্রান্ত আগলে রেখে ৪১ বলে অপরাজিত ৫১ রান করেন। মাঝখানে আরিফুল ইসলাম দায়িত্বশীল ব্যাটিং করলেও বিতর্কিত এলবিডব্লিউ সিদ্ধান্তে আউট হন।
শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় তুলে নিয়ে সিলেট পর্ব শেষ করে স্বাগতিকরা। রংপুরের হয়ে নাহিদ রানা দুটি এবং নাঈম হাসান ও সুফিয়ান মুকিম একটি করে উইকেট নিলেও হার এড়াতে পারেনি রংপুর।