ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্রের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই জটিলতায় পড়েছে যুক্তরাষ্ট্র দল। দেশটির প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটার এখনো ভারতের ভিসা পাননি।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেট জানিয়েছে, ভিসা না পাওয়া ক্রিকেটাররা হলেন— পেসার আলী খান, উইকেটরক্ষক-ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন।
পেসার আলী খান ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভিসা জটিলতার বিষয়টি প্রকাশ করেন। ভিসা না মেলায় এই চার ক্রিকেটারের বিশ্বকাপে অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ, আলী খান এর আগে কলকাতা ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলেছেন।
এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসি কিংবা ইউএসএ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতে খেলতে অনুমতি না দিলে শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও কয়েকটি দল সমস্যায় পড়তে পারে।
উদাহরণ হিসেবে বলা যায়, প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইতালি দলে রয়েছে একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। একইভাবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও পাকিস্তানি বংশোদ্ভূত। নেদারল্যান্ডস দলেও এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়।