আবারও ওয়ানডে ক্রিকেটে নিজের আধিপত্য প্রমাণ করলেন বিরাট কোহলি। সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে রোহিত শর্মাকে পেছনে ফেলে ফের এক নম্বর ব্যাটারের আসনে ফিরেছেন ভারতীয় এই তারকা খেলোয়াড়।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেই র্যাঙ্কিংয়ে এই পরিবর্তনের পথ তৈরি করেন কোহলি। ম্যাচজয়ী এই পারফরম্যান্স তাকে ক্যারিয়ারে ১১তম বারের মতো ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে এনেছে।
এর আগে ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার ওয়ানডে ক্রিকেটের এক নম্বর ব্যাটার হয়েছিলেন কোহলি। সব মিলিয়ে এখন পর্যন্ত তিনি ৮২৫ দিন র্যাঙ্কিংয়ের শীর্ষে কাটিয়েছেন, যা কোনো ভারতীয় ব্যাটারের জন্য সর্বোচ্চ। তবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস, যিনি মোট ২,৩০৬ দিন এক নম্বর অবস্থানে ছিলেন।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছেন কোহলি। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচসেরা হওয়ার আগে তার আগের চার ইনিংসে ছিল ৭৪*, ১৩৫, ১০২ ও ৬৫*। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কেবল ওয়ানডে ফরম্যাটেই অংশ নিচ্ছেন।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছেন রোহিত শর্মা। শীর্ষস্থান হারিয়ে তিনি নেমে গেছেন তিন নম্বরে। প্রথম ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান। এই সুযোগ কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে।
তবে শীর্ষ তিন ব্যাটারের মধ্যে পয়েন্টের ব্যবধান খুবই সামান্য। কোহলির সংগ্রহ ৭৮৫ পয়েন্ট, মিচেলের ৭৮৪ এবং রোহিতের ৭৭৫। ফলে সামনে একটি বড় ইনিংসই আবার র্যাঙ্কিংয়ের চিত্র বদলে দিতে পারে।