বাংলাদেশ বেসবল ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রীতি বেসবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এই ফ্রেন্ডশিপ ম্যাচে অংশগ্রহণ করে বাংলাদেশ বেসবল ফেডারেশন প্রেসিডেন্ট দল ও জাপানের কোজাকুইন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র হাইস্কুল দল। খেলাটি অনুষ্ঠিত হয় মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজ মাঠে।
উদ্দীপনাময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ বেসবল ফেডারেশন প্রেসিডেন্ট দল বিজয় লাভ করে। এ সাফল্যের মাধ্যমে দুই দেশের ক্রীড়া সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বাংলাদেশ বেসবল ফেডারেশনের পক্ষ থেকে উভয় দলকে অভিনন্দন জানানো হয় ও ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আরও আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।