বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় ছিল ক্রিকেটাররা। তবে সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে তারা। পদত্যাগের পরিবর্তে বিসিবির এই পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। তবে তাদের এই দাবি মানতে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেটারদের একটি একটি সূত্র গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মুঠোফোনে কথা বলেন বিসিবি প্রধান। এ সময় আরও কয়েকজন বিসিবি পরিচালক ছিলেন।
কথোপকথনে ক্রিকেটাররা বলেন, এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ দল ও নারী দল দেশের বাইরে খেলছে। তারা নিজেরাও বিপিএল খেলতে চান। তাই ক্রিকেটের বৃহত্তর স্বার্থে কাল থেকে মাঠে নামতে প্রস্তুত তারা।
এ সময় একটি শর্ত দেন ক্রিকেটাররা। তারা বলেন, যেহেতু নাজমুল ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন, তাই তাকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনোভাবে এ জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বক্তব্য দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল থাকতে হবে।
ক্রিকেটারদের এই শর্ত মানা সম্ভব নয় বলে জানান বুলবুল। বিসিবি প্রধান দাবি করেন, নাজমুল এরই মধ্যে তাদের কাছে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত মানুষ, প্রকাশ্যে তিনি ক্ষমা চাইতে পারবেন না। বিসিবি সভাপতি ক্রিকেটারদের সাফ জানিয়ে দেন, নাজমুলকে এ ধরনের কোনো অনুরোধ করতে পারবেন না তিনি। এতে সমাধান ছাড়াই শেষ হয় বিসিবি ও কোয়াবের মধ্যকার এই বৈঠক।