টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না—এই অনিশ্চয়তার মাঝে নতুনভাবে আশা দেখা দিয়েছে। একটি সূত্র বরাতে জানা গেছে, আলোচনার জন্য আইসিসির একটি নিরাপত্তা প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছে। দু-এক দিনের মধ্যে তাদের আগমন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ভারতে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর থেকে বাংলাদেশ ভারতে ম্যাচ খেলার ব্যাপারে অনড়। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী যুগান্তরকে বলেছেন, ‘আইসিসির একটি প্রতিনিধিদল আসবে বলে কথা হচ্ছে। এখনো ঠিক হয়নি কবে আসবে। তবে আলোচনা চলছে।’
আরও জানা যায়, প্রতিনিধিদল মূলত ভারতের মাটিতে সম্ভাব্য নিরাপত্তা সমস্যাগুলো নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করবে। এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে কোথায় সমস্যা হতে পারে, তার বিস্তারিতও তারা জানাবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হচ্ছে ভারত ও শ্রীলঙ্কায়। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
আইসিসি প্রতিনিধিদল আসার খবরটি বিসিবির পক্ষ থেকে আশার আলো জাগাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক পরিচালক বলেন, ‘আইসিসি আমাদের দাবি অযৌক্তিক মনে করছে না। তাহলে এভাবে আলোচনার জন্য প্রতিনিধিদল আসত না। আমরা এখনো মনে করি আমাদের দাবি যৌক্তিক।’
এদিকে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও নিশ্চিত করেছিলেন, ‘আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। এবং শ্রীলঙ্কায় এটা করা অসম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি।’