বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
| ২০ কার্তিক ১৪৩২
দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নৌবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাব কয়েক দিন আগেই শেষ হলো। এর মধ্যেই আরেকটি লঘুচাপের সৃষ্টি হয়েছে সাগরে। যার ফলে দেশের দুই বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন সারা দেশে, বিশেষ করে দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ধসের সম্ভাবনা বাড়ায় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।