উসকানিমূলক বক্তব্য: চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ
চুয়াডাঙ্গা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উসকানিমূলক বক্তব্য এবং কর্মীদের 'বাঁশের লাঠি' ব্যবহারে উৎসাহ দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান এবং জীবননগর সিভিল জজ আদালতের বিচারক নাসির হুসাইন গত মঙ্গলবার এই নোটিশ জারি করেন।