কাঁপছে গোমতী সেতু, আতঙ্কে যাত্রী ও চালকরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে গোমতী নদীর ওপর অবস্থিত পুরাতন সেতুটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মধ্যকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ত্রুটি দেখা দিয়েছে। ফলে যানবাহন চলাচলের সময় সেতুটি অস্বাভাবিকভাবে কেঁপে উঠছে। ফলে শঙ্কা নিয়েই প্রতিদিন এই সেতু পার হচ্ছেন হাজারো যাত্রী ও যানবাহন চালকরা।