কিউএস র্যাঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল
বিশ্বের বহুল পরিচিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। বিশ্ববিদ্যালয়টি এশিয়ায় ২২১তম স্থান অর্জন করেছে। গত বছর ২৮০তম স্থানে ছিল ড্যাফোডিল। এছাড়া দক্ষিণ এশিয়ায় ৪৩তম, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে ড্যাফোডিল। তালিকায় ‘খুবই উঁচু মানের গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।