মোংলায় ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়ছে, সড়ক ও নৌপথে চলাচল বিঘ্নিত
মোংলায় জেঁকে বসেছে পৌষের প্রচণ্ড শীত। সাগর ও সুন্দরবন সংলগ্ন এ উপকূলে গত কয়েকদিন ধরে শীতে তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশায় আচ্ছাদিত চারপাশ। দিনের বেলায় ঘন কুয়াশায় সড়কে যান চলছে হেডলাইট জ্বালিয়ে। আর নদী পথে দেখা যাচ্ছেনা কোনো কিছুই।