শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্লট দুর্নীতি মামলায় বিচার শুরু
রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ভাতিজি টিউলিপ সিদ্দিকসহ ৫১ জনের বিরুদ্ধে পৃথক তিন মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত চার্জ গঠন করেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে ১৩ আগস্ট।